আজকে আমি আপনাদের সামনে অনলাইনে আয়ের একটা পদ্ধতি নিয়ে আলোচনা করব। যেটি খুবই সহজ একটি পদ্ধতি। প্রথমে রেজিস্ট্রেশনের পর্বটি শেষ করা যাক।
http://www.adf.ly/?id=390387 এই লিঙ্কে ক্লিক করুন/Copy and paste on your browser Address bar করুন একই পেইজটি ওপেন হবে।
১.join now বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর একটা উইনডো ওপেন হবে।যেখানে আপনার নাম, ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন শেষ করুন। পরের পেইজটি ওপেন হবে
২.বলা হচ্ছে আপনার মেইলে একটি কনফারমেশন কোড পাঠিয়েছে।মেইলটি ওপেন করুন
৩.দেখুন একটি কোড দিয়েছে ওরা। সেটা কপি করুন এবং ভরাটকৃত অংশে ক্লিক করুন। নিচের পেইজটি ওপেন হবে
৪.ফাকা অংশে কোডটি পেস্ট করুন। এরপর submit বাটনে ক্লিক করুন। আপনার একাউন্ট অ্যাকটিভ হয়ে যাবে।এরপরে আপনার ব্রাউজারে adf.ly লিখে এন্টার দিন
৫.দেখুন একটু নিচে current users,login নামে একটি লেখা আছে। সেখানে আপনার মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে login করুন। পরের পেইজটি ওপেন হবে
৬.লিখুন sweetdreambd.com/ (আমি উদাহরণের জন্য দিলাম। আপনারা আপনাদের ইচ্ছেমত লিঙ্ক দিতে পারেন )লেখার পর shrink বাটনে ক্লিক করুন। এরপর দেখবেন নিচের পেইজটি আসবে
৭.দেখুন লিঙ্কটি ছোট হয়ে এসেছে। এবার এই ছোট লিঙ্কটি আপনাদের ব্লগ অথবা ফেইসবুকে যেখানে ইচ্ছে সেখানে শেয়ার করুন। যখন কেউ এই লিঙ্ক-এ ক্লিক করবে তখন আপনার একাউন্টে টাকা জমতে থাকবে। ৫ ডলার হলেই পে আউট করতে পারবেন অ্যালার্ট পে বা প্যেপাল এর মাধ্যমে। ও আরেকটা কথা এ্যালেক্সা র্যাংকিং এ সাইটটির অবস্থান ৯৮১ নম্বরে।
check it to see sample
http://adf.ly/4g9TX